Bombs Recovered: আনন্দপুরে পুলিশি অভিযানে মিলল ১৬টি তাজা বোমা, গ্রেফতার ৪
আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকা থেকে উদ্ধার ১৬টা তাজা বোমা। গ্রেফতার ৪ দুষ্কৃতী। জানা যাচ্ছে, সূত্র মারফত খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ। পুলিশের দাবি, বোমা বিস্ফোরণের খবর পেয়ে গতকাল আনন্দপুর থানার গুলশন কলোনিতে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় ১৬টা তাজা বোমা। কী কারণে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, ওখানেই বসে বোমাগুলি বানানো হয়েছে। টেস্টিংয়ের জন্য যখন বোমা ফাটানো, তখনই বিস্ফোরণ ঘটে বলে অনুমান। আশেপাশের কিছুজন সেই আওয়াজ পেয়ে পুলিশকে খবর দেন। বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ফরেন্সিক পরীক্ষা (Forensic Test) করা হবে। জানা যাচ্ছে, ধৃতদের আজই আদালতে তোলা হবে।
এদিকে, কলকাতা ও শান্তিপুরের পর এবার কাটোয়া (Katwa)। ফের চিনা মাঞ্জায় (Chinese Manja) গুরুতর আহত বাইক আরোহী। গতকাল রাতে বাড়ি ফেরার পথে কাটোয়ার বিদ্যাসাগর পল্লির কাছে গলায় চিনা মাঞ্জা জড়িয়ে যায় বাইক আরোহী ইন্দ্রনীল নাথের (Indranil Nath)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই যুবক। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।