Dilip Attacks Mukul: 'মানুষের কাছে কী উদাহরণ তৈরি করছেন?' মুকুলের সমালোচনায় দিলীপ

Continues below advertisement

"একজন(Mukul Roy) অভিজ্ঞ রাজনীতিবিদ, সাধারণ মানুষের কাছে কী উদাহরণ তৈরি করছেন? রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছেন," নাম না করে মুকুল রায়কে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "একজন লোক আমাদের দলে থেকে জিতে তাঁকে অন্য দলে যোগদান করিয়ে তাঁকে একটি কমিটির চেয়ারম্যান করা হবে। এটি কি সংসদীয় পরম্পরার মধ্যে পড়ে? যারা চালাকি দিয়ে শুরু করেছে, তাদের আমরা প্রতিরোধ করব। এটা আমাদের বৈঠকে প্রস্তাবও নিয়েছি। এই সরকার চালাকি করলে, নীতি না মানলে আমরা তার বিরোধিতা করব,আর আমরা তা শুরুও করেছি।" 

পাশাপাশি ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিও। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দেবাঞ্জনের (Debanjan Deb) সঙ্গে যে সমস্ত নেতামন্ত্রীদের ছবি আছে, তাঁদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আসল সত্যি তো ওখান থেকেই বেরোবে। বছরের পর বছর একসঙ্গে অনুষ্ঠান করছেন, ঘোরাফেরা করছেন, সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন – চিনতেন না? কোন লোককে বোকা বানানোর চেষ্টা চলছে?”

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram