Book Selling: করোনাকালে বইয়ের পাতায় অক্সিজেন, বিক্রি বেড়েছে ৩০ শতাংশ | Bangla News

Continues below advertisement

করোনার (Corona) প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, লকডাউন সব মিলিয়ে দমবন্ধ করা পরিস্থিতিতে মানুষকে সবচেয়ে বেশি অক্সিজেন জোগাল বইয়ের পাতা। তাই তো আনন্দ পাবলিশার্সের পরিসংখ্যান বলছে, গতবছরের তুলনায় এবার বই বিক্রি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ওটিটি-র সুবাদে ব্যোমকেশ, ফেলুদা, শবরের মতো গোয়েন্দারা এখন হাতের মুঠোয়। তবু তাঁদের গায়ে কাঁটা দেওয়া অভিযানে শরিক হতে পাঠক মজেছে বইয়ের পাতাতেই। আনন্দ পাবলিশার্স থেকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই বিক্রি হয়েছে দেদার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram