Bus Service Resume: হাতে গোনা বাস, মানা যাচ্ছে না ৫০ শতাংশ যাত্রীসংখ্যার নিয়মও

দীর্ঘ কয়েকদিন পর, আজ থেকে ফের রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস (Bus)। নিয়ম মোতাবেক, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। আজ বাস চালু হওয়ার পর সংখ্যায় তুলনামূলক বেশি পরিমাণে মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে। তবে সরকারি বাস বেরিয়েছে, কিন্তু বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে। সদাব্যস্ত এয়ারপোর্ট (Airport) এক নম্বর গেট এলাকায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন নিত্যযাত্রীরা। একজন জানান, “বালি থেকে আসছি, সরকারি-বেসরকারি কোনও বাসই নেই।“ কিছু ক্ষেত্রে যাও বা হাতে গোনা বাস আসছে, সেই সবক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী সংখ্যার নিয়ম মানা সম্ভব হচ্ছে না।

এদিকে, আজ সকাল ৭টা নাগাদ সিঁথির মোড় (Sinthir More) চত্ত্বরে সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা মেলেনি। তবে শুরু হয়েছে অটো চলাচল। পিছনের সিটে দুজন এবং সামনে একজন প্যাসেঞ্জারকে নিয়ে অটো যাতায়াত শুরু হয়েছে। কিন্তু বাস না থাকায় স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। একজন জানাচ্ছেন, যেখানে একটি বাসে তিনি তাঁর গন্তব্যে পৌঁছে যেতে পারেন, সেখানে এই পরিস্থিতিতে তাঁকে তিনটি অটো বদলে গন্তব্যে যেতে হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola