Upper Primary Case: আর কতদিনের অপেক্ষা? উচ্চ প্রাথমিক নিয়োগে হাইকোর্টের নির্দেশে মাথায় হাত চাকরিপ্রার্থীদের
টেট (TET) উত্তীর্ণ হয়েছেন, কারোর আবার মেধা তালিকায় নামও ছিল। কিন্তু চাকরি কবে পাবেন? উচ্চ প্রাথমিকের টেটের ইন্টারভিউয়ের তালিকার ওপর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। কী করবেন? কী করেই বা সংসার চালাবেন? ভেবে পাচ্ছেন না হাজার হাজার চাকরিপ্রার্থী। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকায় স্বজনপোষণ, দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ। নিয়োগের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু নামের পাশে নম্বর না থাকার এই বিষয়টি কী? তা বুঝতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ২০১৯ সালের ১ অক্টোবর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ইন্টারভিউ হয়ে গেলে এসএসসি-র (SSC) নিয়ম মেনে মেরিট লিস্ট (Merit List) প্রকাশ করতে হবে। মেরিট লিস্টে নামের পাশে নম্বরের তথ্য দিতে হবে। কিন্তু মেরিট লিস্ট বেরনোর পর নম্বর নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। অ্যাকাডেমিক স্কোর বাড়ানো হয় বলে ফের অভিযোগ তোলেন মামলাকারীরা। ২০২০ সালের ১১ ডিসেম্বর গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ। এরপর চলতি বছরের ২১ জুন নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়।