Bus Service Resumes: অপ্রতুল বেসরকারি বাস, হাতে গোনা সরকারি বাসই ভরসা অফিসযাত্রীদের
কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। গতকাল রাজ্য সরকারের ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস বেরোলেও গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস খুব একটা বেরোয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আজ সকালে নাগেরবাজার (Nagerbazar) বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস এবং মিনিবাস – একটিও রওনা হয়নি। কলকাতার উত্তর, বাইপাস এলাকা, ডানলপ বা মধ্য কলকাতার একাধিক জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস ছাড়ে। কিন্তু বেসরকারি বাসের অপ্রতুলতা এবং সরকারি বাসের কম সংখ্যার জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা।
একইসঙ্গে গড়িয়ার (Garia Crossing) চিত্রেও তেমন কোনও পরিবর্তন নেই। বলা যায়, আজও গতকালের পুনরাবৃত্তি হয়েছে। গড়িয়া মোড়ে শুধুমাত্র সরকারি বাস চোখে পড়েছে। ফলে গন্তব্যে পৌঁছাতে সরকারি বাসেই সওয়ার হচ্ছেন অফিসযাত্রীরা। এর জেরে কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলার যে নিয়ম তাও লঙ্ঘন হচ্ছে।