Bus Service Resumes: গতকালের মতোই আজও বাস-যন্ত্রণার সম্মুখীন সাধারণ মানুষ

Continues below advertisement

কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা (Bus Service)। গতকাল রাজ্য সরকারের (State Government) ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস বেরোলেও গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস খুব একটা বেরোয়নি। আজ সকালেও ছবিটা খুব একটা বদলায়নি। শ্যামবাজার (Shyambazar) পাঁচ মাথার মোড়ের মতো ব্যস্ত এলাকাতেও আজ সকালে এক ঘণ্টা যাবত মাত্র দুটি বেসরকারি বাস চোখে পড়েছে। তবে কিছু কিছু সরকারি বাস চলছে। ফলে গন্তব্যে যেতে মানুষের ভরসা সেই চড়া হারে শাটল। কার্যক্ষেত্রে যাওয়ার জন্য বেরিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন মানুষ।

পাশাপাশি, এয়ারপোর্ট (Airport) এক নম্বর এলাকাতে বাস দেখা যাচ্ছে তবে বেসরকারি বাস সংখ্যায় অনেকটাই কম। গতকালের থেকে ছবি খুব একটা বদলায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসযাত্রীদের সংখ্যাও বাড়ছে রাস্তায়। একইসঙ্গে বাড়ছে ভোগান্তিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram