Morning Headlines: আজ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের লিখে দেওয়া ভাষণ পড়বেন রাজ্যপাল? তুঙ্গে জল্পনা
আজ শুরু বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য সরকারের (State Government) লিখে দেওয়া ভাষণ কি পড়বেন রাজ্যপাল (Governor)? তুঙ্গে জল্পনা। শুধুই প্রচার চান রাজ্যপাল (Jagdeep Dhankhar), কটাক্ষ তৃণমূলের (TMC)। তৃণমূলের তরফে এবার ছবি দেখিয়ে দাবি করা হল রাজ্যপালের ঘনিষ্ঠবৃত্তে ভুয়ো আইএএস দেবাঞ্জনের (Debanjan Deb) দেহরক্ষী। দেহরক্ষীর মাধ্যমে বিশেষ লোকের কাছে যেত খাম, তথ্য সামনে আসুক দাবি তৃণমূলের। মিথ্যা কথা, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তিনটি বেসরকারি ব্যঙ্কে ধৃত দেবাঞ্জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) নথি চাইল লালবাজার। প্রতারণাচক্রে কেউ যুক্ত কি না, বেসরকারি ব্যঙ্কের তরফেও শুরু অন্তর্তদন্ত। জৈন হাওয়ালার ডায়রিতে জগদীপ ধনকড়ের নাম, টাকা নিয়েছেন তিন-চারটি ইনস্টলমেন্টে। এই জগদীপ ধনকড়ই কি রাজ্যপাল? প্রশ্ন তুলে তদন্তের দাবি তৃণমূলের। সারদার (Saradha Scam) লাল ডায়রির প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা বিজেপির (BJP)। তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মারা গেলেন জৈন হাওয়ালাকাণ্ডের (Hawala Scandal) মাথা। এটা কি কাকতালীয়? রাজ্যপালের বরখাস্তের দাবি জানিয়ে মন্তব্য সুখেন্দু শেখরের। রাজভবন নয়, প্রতারক আছে পুরসভাতেই, পাল্টা সায়ন্তন। পঞ্জাবে (Punjab) জমি কেলেঙ্কারিতে জড়িত রাজ্যপাল জগদীপ ধনকড়, মহুয়া মৈত্রের বিস্ফোরক ট্যুইটকে হাতিয়ার করে আক্রমণ সুখেন্দু শেখর রায়ের। সারদাকর্তাকে ছবি বিক্রি নিয়েও তথ্য সামনে আনুন, পাল্টা তথাগত (Tathagata Roy)। দিল্লিতে (Delhi) অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক শুভেন্দুর (Suvendu Adhikari)। সাক্ষাৎ সলিসিটর জেনেরালের সঙ্গে। নারদার গ্রেফতারি থেকে বাঁচতে সাক্ষাৎ? প্রশ্ন কুণালের (Kunal Ghosh)। সারদায় জেল খেটেছিলেন, কটাক্ষ শুভেন্দুর। জেল এড়াচ্ছে, বন্দি হতে হবে, পাল্টা কুণাল। মহার্ঘ্য জ্বালানী। ধাক্কা এবার মধ্যবিত্তের হেঁশেলে। সাড়ে ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas)। কলকাতায় সিলিন্ডার পিছু দাম ৮৬১টাকা। রেড রোডে (Red Road) ভয়াবহ বাস দুর্ঘটনা। বেপরোয়া মিনিবাসের তলায় পিষে মৃত্যু পুলিশকর্মীর। আহত আরও ১৮। ১১ জনের চিকিৎসা এসএসকেএমে (SSKM)। বাসের ধাক্কায় ভাঙল ফোর্ট উইলিয়ামের সামনের রেলিং। পার্ক স্ট্রিট (Park Street) হয়ে ধর্মতলার রুটে না গিয়ে সোজা গতি বাড়িয়ে রেড রোডে ঢুকেছিল মিনিবাস, দাবি প্রত্যক্ষদর্শীদের। কীভাবে নজর এড়িয়ে বেআইনিভাবে ঢুকল বাস? উঠছে প্রশ্ন। দেড় মাস বন্ধ থাকার পর রাস্তায় বাস। প্রয়োজনের তুলনায় কম বেসরকারি বাস, দুর্ভোগে বাসযাত্রীরা। ভাড়াবৃদ্ধির দাবিতে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিণ্ডিকেট। সরকারি বাস বাড়ানোর আশ্বাস ফিরহাদের (Firhad Hakim)।