Bus Service Resumes: মৌলালি থেকে চিড়িয়া মোড়, বাসের অভাবে শিকেয় দূরত্ববিধি
কার্যত লকডাউনে দেড়মাস বন্ধ থাকার পর গতকালই চালু হয়েছে বাস পরিষেবা। গতকাল রাজ্য সরকারের (State Government) ছুটির দিন ছিল। আজ কাজের দিন। ফলে রাস্তায় যাত্রীদের ভিড় বেশি। সরকারি বাস (State Owned Bus) বেরোলেও, গতকালের মতো আজও রাস্তায় বেসরকরি বাস (Private Buses) খুব একটা বেরোয়নি। ফলে হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। আজ সকালে মৌলালি (Moulali) মোড়ে হাতে গোনা বেসরকারি বাসের দেখা মিলেছে। যাত্রীরাও ভিড়ের তোয়াক্কা না করেই বাসে উঠে গন্তব্যের দিকে রওনা দিচ্ছেন। পাশাপাশি চিড়িয়া মোড়ে (Chiria more) অফিস টাইমে সাধারণত খুব ভিড় দেখা যায়। আজও কোনও অন্যথা হয়নি। কিন্তু বাসের আশায় দাঁড়িয়েই রয়েছেন অফিসযাত্রীরা। বেসরকারি বাস অমিল ফলে কেবল সরকারি বাসেই যাত্রীদের চাপ পড়ছে। ফলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের নিয়ম ভঙ্গ হচ্ছে। এদিকে বাঁশদ্রোণী (Bansdroni) এলাকার ২০৫ নং বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে রয়েছে একের পর এক বেসরকারি বাস। বাস চলার অনুমতি দেওয়া হলেও, রাস্তায় নামছে না বেসরকারি বাস।