Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসার সব অভিযোগ FIR হিসাবে নথিবদ্ধ করতে হবে, নির্দেশ হাইকোর্টের
জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission of India) দ্বারা গঠিত বিশেষ কমিটির অন্তর্বর্তী রিপোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জমা পড়েছে। তাঁর ভিত্তিতেই পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ আজ একাধিক নির্দেশ দিয়েছেন। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি (Post Poll Violence in West Bengal) নিয়ে তদন্তে বাড়ানো হল বিশেষ কমিটির মেয়াদ। জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বাধীন বিশেষ কমিটি। পরবর্তী শুনানি ১৩ জুলাই। আজ আদালত জানিয়ে দেয়, 'এখনও পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাসের সব অভিযোগ FIR হিসাবে নথিবদ্ধ করতে হবে। অবিলম্বে পুলিশকে (Police) এই কাজ করতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কাঁকুড়গাছির নিহত বিজেপি (BJP) কর্মী অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্ত করতে হবে আলিপুর কমান্ড হাসপাতালে (Alipore Command Hospital)। ক্ষতিগ্রস্তদের রেশনের ব্যবস্থা করতে হবে। রাজ্যের কাছে যা রিপোর্ট আছে তাঁর সবকিছু NHRC-র কমিটিকে দিতে হবে। রাজ্যের কাছে যা তথ্য আছে সব মুখ্যসচিব এর দায়িত্বে সংরক্ষণ করতে হবে। যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননা নয়? জানতে চেয়ে শো-কজ নোটিসও ইস্যু করল হাইকোর্ট।