Bus Service Resumes: 'সব মিলিয়ে ৪০০০ সরকারি বাস নেমেছে রাস্তায়', জানালেন পরিবহণমন্ত্রী
দীর্ঘ কয়েকদিন পর, আজ থেকে ফের রাস্তায় সরকারি (State Owned Bus) এবং বেসরকারি বাস (Private Bus)। নিয়ম মোতাবেক, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। আজ বাস চালু হওয়ার পর সংখ্যায় তুলনামূলক বেশি পরিমাণে মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে। সরকারি বাস রাস্তায় নেমেছে, কিন্তু বেসরকারি বাস প্রায় নেই বললেই চলে। এপ্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “সরকারি বাস যথেষ্ট পরিমাণে নামানো হয়েছে। যেখানে যেখানে দরকার, সব মিলিয়ে মোট ৪০০০ সরকারি বাস নামানো হয়েছে। বেসরকারি বাস সংগঠনগুলিকে আমরা বাস নামানোর কথা বলেছি, দেখি কী হয়। যেখানে যেখানে প্রয়োজন হবে, আমরা বাস সংখ্যা আরও বাড়িয়ে দেব।“ এদিকে, কলকাতার (Kolkata) পাশাপাশি দুর্গাপুরে (Durgapur) রাস্তায় নামেনি মিনি বাস। ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন মালিকরা। রাস্তায় নেমেছে সরকারি বাস, তবে সংখ্যা কম থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পাশাপাশি, আজ সকাল থেকে মৌলালি মোড়ে (Maulali Crossing) হাতে গোনা বাসের দেখা মিলছে। যে কয়েকটি বেসরকারি বাস চলছে, তা কিন্তু সরকারি নিয়ম মেনে চলছে না। কারণ রাস্তায় যাত্রীর সংখ্যার তুলনায় বাসের সংখ্যা অনেকটাই কম। এই আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। কারণ বাস সংগঠনের (Bus Organizations) তরফে জানানো হয়েছিল যে পুরনো ভাড়া তালিকা মেনে এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে তাদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।