Calcutta High Court: নেতাই মামলার তদন্তে CBI-এর রিপোর্ট তলব আদালতের | Bangla News

Continues below advertisement

নেতাই মামলায় তদন্ত নিয়ে সিবিআইয়ের (CBI) রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৪ ফেব্রুয়ারির মধ্যে সিবিআইয়ের রিপোর্ট চাইল হাইকোর্ট। ২০১১ সালে ভোটের আগে নেতাইয়ের গণহত্যার ঘটনা ঘটে। যে গণহত্যা ঘটনার মামলায় কোর্টের নজরদারিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। চার্জশিট জমা হলেও, অভিযুক্তরা সাজা পায়নি বলে অভিযোগ।

শোকে ডুবে রয়েছে নাগাল্যান্ড (Nagaland)। নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসবেও ছেদ পড়েছে। গুলিকাণ্ডের জেরে সেই উৎসব একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট এই পাহাড়ি শহর উৎসবের মরসুমে প্রস্তুতি নিচ্ছিল বড়দিনেরও। কিন্তু থমথমে নাগাল্যান্ডের মন জেলা। জারি হয়েছে ১৪৪ ধারা। শুনশান রাস্তাঘাট। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

নাগাল্যান্ডে গুলিকাণ্ডের রেশ টেনে ফের উদয়ন গুহের (Udayan Guha) নিশানায় বিএসএফ (BSF)। 'অসম রাইফেলসের মতো বিএসএফও ভুল বোঝাবুঝিতে গুলি চালায়। এখনও ভুল বোঝাবুঝিতে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন', ফেসবুক পোষ্টে ফের আক্রমণে দিনহাটার তৃণমূল বিধায়ক।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram