Calcutta MCH: নিরাপত্তার দাবিতে কর্মবিরতি, ৮ ঘণ্টা পর প্রত্যাহার করে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা | Bangla News

Continues below advertisement

৮ ঘণ্টা পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta  Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার। জরুরি বিভাগে চালু হয়েছে স্বাভাবিক পরিষেবা। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। অভিযোগ, দ্রুত চিকিৎসা শুরুর দাবিতে দুই জুনিয়র চিকিৎসককে নিগ্রহ করেন এক রোগীর আত্মীয়া। নিরাপত্তা রক্ষীদেরও ধাক্কা মারেন বলে অভিযোগ। প্রতিবাদে নিরাপত্তার দাবি জানিয়ে রাত ১১টা নাগাদ কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। সকালে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে বৌবাজার থানার পুলিশ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ একমাসের মধ্যে সুরক্ষা পরিকাঠামো তৈরির আশ্বাস দেওয়ায় সকাল ৭টা নাগাদ কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। তবে নিরাপত্তা সুনিশ্চিত না হলে, আগামীদিনে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram