Calcutta Medical Hospital: করোনাবিধি না মানা ও সদ্যজাতদের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ কলকাতা মেডিক্যালে

Continues below advertisement

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সদ্যজাতদের নিয়ে যেতে হচ্ছে কোলে। তাছাড়া ইউএসজি করাতে গেলে করোনাবিধি না মানার অভিযোগও উঠেছে। পরিবারের লোকেরাই সদ্যজাতদের কোলে করে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছেন। সঙ্গে থাকছেন না কোন ডাক্তার বা নার্স। ইনকিউবেটর ট্র্যান্সপোর্টের ব্যবস্থা আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কী কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।

চূড়ান্ত অমানবিকতার ছবি এনআরএস হাসপাতালে। এনআরএস হাসপাতালে এক শিশুর জটিল অস্ত্রোপচার হয়। ওই শিশুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সেই জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার করে বের করা হয়। মস্তিষ্কের সেই জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্ত বাইরে বের করে দেওয়ার জন্য মস্তিষ্কে একটি নল লাগানো রয়েছে। শিশুটির মা সেই অবস্থায় থাকা শিশুকে নিয়ে হাসপাতালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিটি স্ক্যান করাতে নিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram