CHC: মৃত্যুর ৫ মাস পর মৃতের ডিএনএ টেস্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের| Bangla News

Continues below advertisement

মৃত্যুর ৫ মাস পর মৃতের ডিএনএ (DNA) টেস্টের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের ডিভিশন বেঞ্চ। গত ২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মিডল্যান্ড নার্সিংহোমে মৃত্যু হয় কাকলি সরকারের। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে কাকলি জানিয়েছিলেন, নার্সিংহোমে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির চক্র চলছে। মৃতের শরীরের সব অঙ্গ আছে কি না, বা কোনও অঙ্গ বদলে ফেলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত ১৩ সেপ্টেম্বর এনআরএস হাসপাতালের তিন জন চিকিত্‍সককে দিয়ে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু সেই ময়নাতদন্তের সময় মৃতের পরিবার দাবি করে, এই দেহ কাকলি সরকারের কি না, তা তারা বুঝতে পারছে না।  মৃতের পরিবার ডিএনএ পরীক্ষার দাবি জানায়। এরপর আজ কলকাতা হাইকোর্ট ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram