Chicken Price Hike: পেট্রোলের দামের আঁচ মুরগিতেও, গড়িয়াহাটে কেজি প্রতি পৌঁছেছে ২৫০ টাকায়

Continues below advertisement

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মতোই ক্রমে অগ্নিমূল্য হচ্ছে মুরগির (Chicken) মাংস। আজ গড়িয়াহাট (Gariahat) বাজারে প্রতি কেজি কাটা মুরগির মাংসের দাম ২৫০ টাকা। গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা প্রতি কেজিতে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ায় তার প্রভাব এসে পড়েছে খুচরো বাজারে। সরকারি সুলভ মূল্যের দোকানে মুরগির দাম ২২৫ টাকা। পাইকারি বাজারে গোটা মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা প্রতি কেজি। কেন বাড়ছে মুরগীর দাম? এক বিক্রেতা জানান, “পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির (Price Hike of Petrol-Diesel) জন্য কিছুটা দাম বেড়েছে। ইয়াসের পর প্রচুর ফার্ম নষ্ট হয়ে গিয়েছে, ফলে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় এতটা দাম বেড়ে গিয়েছে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram