BJP’s Internal Clash: প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার তোড়জোড় দিলীপের

Continues below advertisement

ফেসবুকে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র (Soumitra Khan) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারই মধ্যে গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) দল থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অমৃতা বন্দ্যোপাধ্যায় (Amrita Banerjee) নামে বিজেপির যুব মোর্চার এক নেত্রী। মেলেনি রাজীবের প্রতিক্রিয়া। গুরুত্বও দিচ্ছেন না সব্যসাচী। বুধবার সৌমিত্র খাঁ-র ফেসবুকে আক্রমণের সঙ্গে সঙ্গেই ফেসবুক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে এক হাত নিয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এই প্রেক্ষাপটে ফেসবুকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক অমৃতা বন্দ্যোপাধ্যায়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram