Chicken Price Rise: বাজারে মুরগির মাংসের দামে আগুন, ১৩ টাকা জোড়া ডিম!
ফের বাড়ল মুরগির মাংসের দাম। ড্রেসড মুরগির মাংসের কেজি ২২০ টাকা। ডিমেরও চড়া দাম, এক জোড়া ডিম ১৩ টাকা। পাইকারি বাজারে দাম বাড়াতেই এই পরিস্থিতি বলে মত ব্যবসায়ীদের। দাম বাড়ায় বিক্রিতে প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবাসায়ীরা।
এদিকে কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল। পাল্লা দিয়ে বাড়ল ডিজেলের দামও। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৩ পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
অন্যদিকে করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি বাস, বেসরকারি বাস চলাচলে ছাড় সরকারের। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। সকাল ১১-সন্ধে ৬টা পর্যন্ত খুলতে পারবে সেলুন, পার্লার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে ৭ ঘণ্টা খুলতে পারবে সেলুন, পার্লার।
পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এক দেশ এক রেশন প্রকল্প চালু না করে শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করুক রাজ্য। রেশন পাঠাবে কেন্দ্র। নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।