Corona: করোনার মতো সঙ্কটকালে দেশের ১৮টি রাজ্যে ত্রাতার ভূমিকায় ‘১০২ অ্যাম্বুল্যান্স’

Continues below advertisement

সঙ্কটকালে ত্রাতার ভূমিকায় ১০২ অ্যাম্বুল্যান্স (102 Ambulance)। এক্কেবারে বিনামূল্যে (Free of Cost)। ২০২০ সালে যখন প্রথম এরাজ্যে করোনা সংক্রমণ (Corona Infection) ছড়িয়ে পড়ে তখন থেকে কর্তব্যে অবিচল। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে রাজ্যের ১০২ অ্যাম্বুল্যান্সের আওতায় থাকা অক্সিজেন পরিষেবা যুক্ত ৯৩০টি গাড়ি ব্যবহার করা হত মা ও শিশুদের জন্য। করোনার বাড়বাড়ন্ত যখন তুঙ্গে, শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) ছুটে বেড়াত ১৮০টি অ্যাম্বুল্যান্স। সংক্রমণ কিছুটা কমায় ৯২০টির মধ্যে ২৩০টি পুনরায় মা ও শিশুদের চিকিৎসায় ব্যবহার শুরু হয়েছে। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্তর কাজ করে চলেছে দেশের ১৮টি রাজ্যে ছড়িয়ে থাকা ১৪০০ অ্যাম্বুল্যান্স।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram