Corona: করোনাকালে তিন সরকারি হাসপাতালের রোগীর পরিজনের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছেন ‘হসপিটাল ম্যান’ পার্থ
করোনাকালে (Corona) ত্রাতার ভূমিকায়। এক বছরেরও বেশি সময় ধরে কলকাতার তিন সরকারি হাসপাতালের রোগীর পরিজনের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছেন। মানবিকতার অনন্য নজির গড়েছেন পেশায় পুলকার চালক পার্থ কর চৌধুরী (Partha Kar Chowdhury)। বিবেকের তাড়নাতেই কালীঘাটের এই যুবক ছুটে গিয়েছিলেন মানুষের পাশে। এখন তাঁর পরিচিতি হসপিটাল ম্যান (Hospital Man) হিসেবে। সকাল, বিকেল। ঘড়ির কাঁটা এদিক-ওদিক হয় না। দু’বেলা খাবার নিয়ে হাসপাতালের গেটে পৌঁছে যান পার্থ কর চৌধুরী। এক্কেবারে বিনামূল্যে। গতবছর লকডাউনে স্কুল বন্ধ হওয়ার পর থেকেই এটাই তাঁর রোজনামচা। ৫১ বছরের পার্থ পেশায় পুলকারচালক। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, বাবা, স্ত্রী ও এক মেয়ে। কিন্তু করোনার কোপে গতবছর স্কুল বন্ধ হওয়া থেকেই উপার্জন নেই। নিজের চরম সঙ্কটেও যেন ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’-র মন্ত্র ধ্বনিত হয়েছিল পার্থর কানে।