Corona Inspirational Story: কৃত্রিম এক পায়ে ভর করেই কোভিডকালে লড়ে যাচ্ছেন স্যাম্পেল কালেক্টর শামিমা

এক পায়ে করোনার (Corona) বিরুদ্ধে লড়ে যাচ্ছেন এই মানুষটি। শামিমা ঘোষ, বাড়ি বেলেঘাটার সরকারবাগানে। একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে স্যাম্পেল কালেকশনের কাজ করেন। ১৪ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ছোট থেকেই এক পা নেই। কৃত্রিম পা-ই ভরসা। করোনা আবহে স্কুটারে চেপে চষে বেড়িয়েছেন কলকাতা। পায়ে সমস্যার জন্য স্কুটারে বাড়তি দুটি চাকা লাগানো। তাতে চেপেই এক একদিনে ৩০ থেকে ৪০ জনের সোয়াব কালেক্ট করেছেন। শারীরিক প্রতিকূলতার জন্য পিপিই কিট পরতে পারেন না। করোনা থেকে বাঁচতে সম্বল শুধু অ্যাপ্রন, ফেসশিল্ড, গ্লাভস, মাস্ক। তা দিয়েই চলে রোজনামচা। মানুষের সেবা করতে করতে একসময় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন তিনি। ২৯ এপ্রিল ধুম জ্বর আসে। ৫ তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রথম কয়েকদিন বাড়িতেই অক্সিজেন সাপোর্টে ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় আইডিতে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola