Morning Headlines: মঙ্গলকোটে তৃণমূল অঞ্চল সভাপতিকে ‘খুন’, ‘গোষ্ঠীদ্বন্দ্বের জের’, দাবি বিজেপির, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

পুরুলিয়া (Purulia), মালদার পর এবার পূর্ব বর্ধমান। মঙ্গলকোটে তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। নেপথ্যে বিজেপি (BJP), অভিযোগ তৃণমূলের। আজ যাচ্ছেন অনুব্রত (Anubrata Mondal)। গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা দাবি বিজেপির। দলে না বলে বাইরে মুখ খোলায় বিভ্রান্ত হচ্ছেন পুরনো কর্মীরা। নাড্ডার (JP Nadda) কাছে সৌমিত্র, রাজীবদের বিরুদ্ধে নালিশ দিলীপের (Dilip Ghosh)। না সামলালে পদক্ষেপের হুঁশিয়ারি। সবাইকেই সংযত থাকতে হবে, প্রতিক্রিয়া সৌমিত্রর (Soumitra Khan)। নাড্ডা-দিলীপ সাক্ষাতের পরেই ফের দিল্লি যাওয়ার প্রস্তুতি শুভেন্দুর (Suvendu Adhikari)। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ১০ বিধায়ককে নিয়ে দেখা করতে চান অমিত শাহের (Amit Shah) সঙ্গে। আইনশৃঙ্খলা তো রাজ্যের বিষয়, খোঁচা সৌগতর (Saugata Roy)। শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে সিআইডি (CID)। মহিষাদলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপির। বিচারপতি কৌশিক চন্দ সরে দাঁড়ানোয় নতুন এজলাসে নন্দীগ্রাম মামলা। বিচারপতি শম্পা সরকারের এজলাসে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা আবেদন। ভোটে কারচুপি করার অভিযোগ, পুনর্গণনার দাবিতে মামলা। বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল ১৫ জেএমবি জঙ্গি (JMB Militants)। কয়েকজন থেকে গিয়েছিল কলকাতায়, বাকিরা গা ঢাকা দেয় ওড়িশা, জম্মু-কাশ্মীরে, হরিদেবপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এসটিএফের (STF) হাতে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের লিঙ্কম্যান সেলিমের খোঁজে পুলিশ। সাংকেতিক ভাষায় লেখা ডায়রিতে একাধিক ফোন নম্বর। আধার কার্ড তৈরির অভিযোগ সাকিল নামে সন্দেহভাজনের বিরুদ্ধে। পুলিশকর্তার মেয়ে, অভিনেত্রীর পড়ে সাইবার হানার শিকার আইনের ছাত্রী। অনলাইন ক্লাসের স্ক্রিনশট তুলে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অশ্লীল মেসেজ। তদন্ত চলছে, দাবি রিজেন্ট পার্ক থানার পুলিশের। মামলা রুজুর পরেও ইনস্টাগ্রামের একই অ্যাকাউন্ট থেকে লাগাতার ধর্ষণের হুমকি। ফের পুলিশের দ্বরস্থ অভিনেত্রী প্রত্যুষা পাল (Pratyusha Paul)। খবর সম্প্রচারের পর তদন্ত শুরু লালবাজারের। হল বয়ান রেকর্ড। করোনাবিধি উড়িয়ে পাঁচতারা হোটেলে দেদার পার্টি। ধৃতদের অধিকাংশই পার্কস্ট্রিট, কড়েয়া, বেনিয়াপুকুরের বাসিন্দা। ফের হোটেলে পুলিশ। পার্টির আয়োজক কে? জানতে কর্তৃপক্ষকে নোটিস।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram