Corona warrior: চোখের সামনে করোনা আক্রান্ত মায়ের মৃত্যু দেখেছেন, কারও প্রয়োজন হলেই অক্সিজেন দিয়ে সাহায্য করছেন ব্যবসায়ী জিগনেশ ঠক্কর

Continues below advertisement

চোখের সামনে করোনা আক্রান্ত মায়ের মৃত্যু দেখেছেন। দেখেছেন অক্সিজেনের অভাবে মাকে ছটফট করতে। এরপরই মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন উত্তর কলকাতার ব্যবসায়ী জিগনেশ ঠক্কর। 

করোনার অতিমারীতে যখন বহু মানুষ অসহায়, প্রয়োজন একটা সাহায্যের হাত, তখন তাঁদের কাছে বন্ধু হয়ে উপস্থিত জিগনেশ ঠক্কর। কারও অক্সিজেনের প্রয়োজন? একবার জানতে পারলেই হল, ছুটে যান উত্তর কলকাতার খান্না মোড়ের বাসিন্দা পেশায় এই ব্যবসায়ী। নিজেই স্কুটারে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন অসুস্থের বাড়িতে।

চলতি বছরের ২৭ এপ্রিল করোনা আক্রান্ত হন মা। তখন চারিদিকে অক্সিজেনের হাহাকার। অনেক চেষ্টার পর একটি অক্সিজেন সিলিন্ডার কিনেছিলেন। কিন্তু মাকে বাঁচাতে পারেননি। এরপরই ঠিক করেন মানব সেবায় সাধ্যমতো লড়াই করে যাবেন। কেউ অক্সিজেনের জন্য ছটফট করছেন, এখবর শোনামাত্রই ভয় বা দেরি না করে পৌঁছে যান রোগীর বাড়িতে। শুরুটা হয়েছিল একটি সিলিন্ডার দিয়ে। এখন জিগনেশের জিম্মায় পাঁচ-পাঁচটি অক্সিজেন সিলিন্ডার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram