West Bengal politics: নির্বাচনের পর আজ প্রথমবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের

Continues below advertisement

ভোটের পড়ে আজ প্রথমবার নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকে বসছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কথা হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), সৌমিত্র খাঁ-র (Soumitra Khan) বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে মন্ত্রিত্বহারা বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীকে। নাম না করে ফের সৌমিত্র, রাজীবকে তোপ দিলীপের। শ্যামাপ্রসাদ কলেজের দখল নিয়ে টিএমসিপি-র (TMCP) গোষ্ঠী সংঘর্ষ, থানায় অভিযোগ জানাতে গেলেও হামলার অভিযোগ। মাথা ফাটল ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি-র। তোলাবাজির অভিযোগ, পাল্টা অভিযোগ। অন্যের ছবিতে মেয়ের ফোন নম্বর দিয়ে পোস্ট, পুলিশকর্তার তোপের পড়ে তৎপর পুলিশ। একমাস পড়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা। অভিযুক্ত নেতার পুত্রের শাস্তি চেয়ে উত্তরপাড়ায় (Uttarpara) বামেদের পোস্টার। সিবিআইয়ের (CBI) ভুয়ো আইনজীবী সনাতনের (Sanatan Roy Chowdhury) বিজেপি-যোগের অভিযোগ। পুলিশের হাতে দুই নেতার দেওয়া শংসাপত্র। ধৃতের বিরুদ্ধে সই জাল করার দাবি নেত্রীর। প্রতারণা করেছেন তদন্ত হোক, বললেন দিলীপ। রাতের শহরে ফের দুর্ঘটনা। একজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক। গার্ডেনরিচ থেকে তারাতলা যাওয়ার সময় জিঞ্জিরা বাজারে স্কুটারে ধাক্কা লরির। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। ১০০ পেরিয়েও বেলাগাম পেট্রোল (Petrol), ডিজেল (Diesel) ৯৩ ছুঁইছুঁই। প্রতিবাদে রাজ্যজুড়ে পথে তৃণমূল। রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের (Congress)। কেন্দ্রের সঙ্গে রাজস্ব কমিয়ে রেহাই দিক রাজ্যও, দাবি অধীরের (Adhir Chowdhury)। হাইকোর্টের স্থগিতাদেশ ওঠার পরেই উচ্চ প্রাথমিকে নিয়োগে তৎপর এসএসসি (SSC)। আগামী সপ্তাহেই শুরু ইন্টারভিউয়ের প্রক্রিয়া। নিয়ম মেনে প্রতি বছরই এসএসসি, প্রাথমিক টেট, জানালেন শিক্ষামন্ত্রী। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ৯৯৭, ১৭ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের ১০০০ পার। সামান্য কমল দৈনিক সংক্রমণ। অসমের পর উত্তরপ্রদেশ, এবার দুই সন্তান নীতি চালু করার সিদ্ধান্ত যোগী সরকারের। দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি সুবিধা, প্রকাশ প্রস্তাবিত বিলের খসড়া। সমালোচনায় তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram