Corona: কলকাতায় চালু হবে মাইক্রো কনটেনমেন্ট জোন, ফিরছে সেফ হোমও | Bangla News

Continues below advertisement

বর্ষবরণের রাতে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে (Vaishno Devi Temple) ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ পুণ্যার্থীর, আহত বহু। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

করোনা (Corona), ওমিক্রন-আতঙ্কের মধ্যেই বর্ষবরণ। বিদায় ২০২১। আতসবাজি, আলোর রোশনাইতে ২০২২-কে স্বাগত জানাল বিশ্ব।

কলকাতায় চালু হবে মাইক্রো কনটেনমেন্ট জোন। সংক্রমিতের ১৭ শতাংশের উপসর্গ রয়েছে ফের চালু হবে সেফ হোম, জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ওমিক্রন-হানা রেলেও। আক্রান্ত শিয়ালদা ডিভিশনের কর্মী। আর আহমেদ ডেন্টাল কলেজে সংক্রমিত অধ্যক্ষ-সহ ২৫ জন। পরিষেবা বন্ধের আশঙ্কা। সংক্রমণের থাবা কলকাতা পুলিশেও (Kolkata Police)।

বেসরকারি হাসপাতালগুলিকে বাড়াতে হবে বেড। মজুত রাখতে হবে করোনা চিকিৎসার ওষুধ-সরঞ্জাম, নির্দেশ স্বাস্থ্য দফতরের (State Health Department)। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাড়াতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হোম আইসোলেশনে (Home Isolation) থেকেই তাঁর চিকিৎসা চলবে। সূত্রের খবর, এখনও অবধি কোভিড নেগেটিভ রিপোর্ট ও ওমিক্রন পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট আসেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram