Corona Update: 'যথেষ্ট জনসভা, মিছিল, র‌্যালি হয়েছে, এবার মানুষকেই বিচার করতে দিন', মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

Continues below advertisement

"ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট জনসভা, মিছিল, র‌্যালি হয়েছে। এবার মানুষকেই বিচার করতে দিন।" করোনা সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। করোনার অদৃশ্যজালে বন্দি রাজ্য। তারই মধ্যে চলছে গণতন্ত্রের উৎসব। বেঘোরে প্রাণ হারাচ্ছেন মানুষ। করোনা আক্রান্তরা কোথাও বেড পাচ্ছেন না, কোথাও অক্সিজেনের অভাব বলে অভিযোগ। অথচ নেতা-নেত্রীরা ব্যস্ত মিটিং, মিছিল, জনসভা করতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram