Corona Update : 'গণ ঢিলেমির মূল্য আমাদের চোকাতে হচ্ছে', বেলাগাম করোনা সংক্রমণ প্রসঙ্গে মন্তব্য কুণাল সরকারের | Bangla News
পুজোর পরেই কলকাতায় বেলাগাম করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩১৯ জন করোনা আক্রান্ত। ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার পরেও ১৫০ জন করোনা আক্রান্ত! ৩১৯ জনের মধ্যে ১৫ জন প্রথম ডোজ নেওয়ার পরে সংক্রমিত। সোমবার থেকে একটি কোয়ারেন্টিন সেন্টার চালু করছে কলকাতা পুরসভা। সোমবার থেকে দু’টি সেফ হোম চালু করছে কলকাতা পুরসভা। হরেকৃষ্ণ শেঠ লেন, তপসিয়ায় চালু হচ্ছে দু’টি সেফ হোম। ট্যাংরার চম্পামণি মাতৃ সদনে চালু হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার, খবর সূত্রের।
এ প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, "আমরা সবাই বেশ খানিকটা উদ্বিগ্ন। যেভাবে পুজোর সময়ে ঢিলেমি দেওয়া হয়েছে। প্রশাসন-পলিসি মেকাররা শহর এবং শহরের মানুষকে ভয়ানক অবহেলা করেছেন। তাছাড়া মানুষ নিজে নিজেকে অবহেলা করেছে। এই গণ ঢিলেমির মূল্য আমাদের চোকাতে হচ্ছে। দ্বিতীয় ডোজের পরও মানুষ সংক্রমিত হতেই পারেন। দ্বিতীয় ডোজ শুধুমাত্র ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষকে প্রোটেক্ট করে এবং দ্বিতীয় ডোজের পর খুব বেশি অসুস্থ হওয়ার সম্ভবনা কমে যায়। আজকের কথা মাথায় রেখে আগামী দিনের জন্য শিক্ষা নেওয়া উচিত।"