Covid Arrest: কোভিডে কড়াকড়ি, লেকটাউনে মাস্ক না পরায় বাস থেকে নামিয়ে গ্রেফতার| Bangla News

Continues below advertisement

রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। তার জেরে কড়া পদক্ষেপ প্রশাসনের। লেকটাউনে মাস্ক না পরায় পুলিশের ধরপাকড়। বাস থেকে নামিয়ে কয়েকজনকে গ্রেফতার করে লেকটাউন পুলিশ। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না ওঠে সেই নির্দেশ দেওয়া হয় কনডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন বাজারেও। বিনা মাস্কে বেরোনোয় ক্রেতা-বিক্রেতা ও কয়েকজন বাইক চালক সহ ২৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, কোভিড বিধি অমান্য করার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর, সোনারপুরে গ্রেফতার করা হল ৮৪ জনকে। উত্তর ২৪ পরগনার বারাসাতে গ্রেফতার হলেন ৬০ জন। করোনার গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় বিভিন্ন জেলায় কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। শুরু হয়েছে ধরপাকড়ও। বৃহস্পতিবার থেকে শনিবার রাজপুর, সোনারপুর পুরসভা এলাকায় সব বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুর এলাকায় ১৯টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসিন্দারা যাতে করোনা বিধি মেনে চলেন তার জন্য কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল, মাইকে প্রচার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram