Mass Vaccination: ভবানীপুরে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে চলছে বিনামূল্যে গণটিকাকরণ

Continues below advertisement

পর্যাপ্ত ভ্যাকসিনের (Corona Vaccination) অভাবে রাজ্যে এখনও শুরু হয়নি সরকারিভাবে বিনামূল্যে গণটিকাকরণ (Mass Vaccination) অভিযান। এর মধ্যেই ভবানীপুরে কলকাতা পুরসভার (KMC) ৭৩ নম্বর ওয়ার্ডে চলছে বিনামূল্যে গণটিকাকরণ। ২১ জুন থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে গণটিকাকরণ। এর আগে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়, রাজ্যে ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় বিনামূল্যে গণটিকাকরণ চালু করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র অগ্রাধিকারের ভিত্তিতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ চলছিল কিন্তু ভবানীপুরে (Bhabanipur) দেখা গেল সার্বজনীনভাবে টিকাকরণের ছবি।

এদিকে স্ট্র্যান্ড রোডে (Strand Road) পোর্ট ট্রাস্টের (Port Trust) পরিত্যক্ত ওয়ার হাইস থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনার তদন্তে ফরেন্সিক দল (Forensic Team)। নরকঙ্কালের (Skeleton) অসিফিকেশন টেস্ট (Ossification Test) ও কেমিক্যাল পরীক্ষা (Chemical Examination) হবে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে কঙ্কাল। কতদিন আগে, কীভাবে মৃত্যু, পুরুষ না মহিলার কঙ্কাল খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram