COVID Update: করোনার কোপে মেট্রো পরিষেবা! এক ধাক্কায় কমল ট্রেনের সংখ্যা, বদল সময় সূচিতেও

Continues below advertisement

করোনা (Corona) আবহে কমল মেট্রোর সংখ্যা। দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে আজ থেকে চলবে ২১৬টা মেট্রো। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে আজ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো। প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে আজ থেকে সকাল সাড়ে ৭টায় চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram