Covid Updates: আসছে না পুরসভার গাড়ি, মর্গে জমছে করোনা রোগীদের দেহ

Continues below advertisement

হাসপাতালে জমছে কোভিড রোগীদের মৃতদেহ। দেহ সৎকারে অনিয়মের অভিযোগ উঠেছে এনআরএস ও এমআর বাঙ্গুর হাসপাতালে। অভিযোগ, সঠিক সময়ে আসছে না পুরসভার গাড়িও। তিনদিন ধরে ৩৬টি মৃতদেহ পড়ে রয়েছে এনআরএস-এর মর্গে। অন্যদিকে এমআর বাঙ্গুরে রয়েছে ২৩টি মৃতদেহ। দুই হাসপাতালের তরফেই পুরসভাকে দোষারোপ করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram