Covid Updates: শিয়ালদা-হাওড়ায় করোনা আক্রান্ত ৬২৪ জন রেলকর্মী, ট্রেন-পরিষেবা সচল রাখা নিয়ে সংশয়

Continues below advertisement

শিয়ালদা ও হাওড়া মিলে মোট ৬২৪ জন রেলকর্মী আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র শিয়ালদাতেই ১০০ জন ড্রাইভার ও গার্ড সংক্রমিত হয়েছেন। হাওড়া ডিভিশনেই ৬০ জন ড্রাইভার ও গার্ড করোনা সংক্রমিত হয়েছেন। শিয়ালদা ডিভিশনের মোট ২৮টি লোকাল ট্রেন বাতিল করে হয়েছে। ট্রেন বাতিল হওয়ায় ট্রেনে মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। অতিরিক্ত ভিড়ের কারণে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। যেভাবে রেলকর্মীদের মধ্যে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে আগামী দিনে পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। যদিও দূরপাল্লার ট্রেন  পরিষেবা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram