Ultadanga Flyover: উল্টোডাঙা উড়ালপুলে ফের ফাটল, মেরামতির জন্য বন্ধ থাকবে ৩ দিন
আবার ফাটল ধরা পড়ল উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga Flyover)। লেকটাউনের থেকে বাইপাসের দিকে যাওয়ার লেনে যেখানে ফ্লাইওভার শুরু হচ্ছে তাঁর ২০০ মিটারের মধ্যেই কংক্রিটে ফাটল দেখা গিয়েছে। কেএমডিএ আধিকারিকরা এই ফাটলগুলি পরীক্ষা করেন। এর পরে উড়ালপুলে যান চলাচল বন্ধ করে ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে। রাসায়নিক দিয়ে চলছে ফাটল মেরামতির কাজ। ফাটল বধ করার পর ফ্লাইওভারের লোড টেস্টিং করা হবে। তার পরেই ফের চালু হবে ফ্লাইওভার, জানিয়েছেন কেএমডিএ আধিকারিকরা। এই কারণেই বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য এই ফ্লাইওভার বন্ধ থাকবে। যদিও শনিবারের মধ্যে মেরামতির কাজ শেষ না হলে আরও বেশিদিন এই ফ্লাইওভার বন্ধ থাকতে পারে।
১ জুলাই থেকেই রাজ্যে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। দেড়মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস। আর এই পরিস্থিতিতে উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ার কারণে উল্টোডাঙা মোড়ে গাড়ির চাপ বেড়েছে। তৈরি হয়েছে যানজট।
ফের ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার যুবতী খুন। উত্তরাখণ্ডে দেরাদুনের কাছে রাস্তার ধার থেকে উদ্ধার দগ্ধ মৃতদেহ। ইতিমধ্যেই মৃতের প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবতীর নাম নিবেদিতা মুখোপাধ্যায়।