Cyber Fraud: অ্যাপে চাইনিজ অর্ডার দিয়ে ৩০ হাজার টাকা খোয়ালেন দমদমের উঠতি মডেল, কীভাবে?

Continues below advertisement

চাইনিজ খেতে ইচ্ছা হয়েছিল। খাবার সরবরাহকারী সংস্থার অ্যাপে ১৩০ টাকার খাবার বুক করেছিলেন দমদমের বাসিন্দা উঠতি মডেল শতরূপা দাস। প্রতারকদের খপ্পরে পড়ে অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০ হাজার টাকা। পিছনে আছে দিল্লির প্রতারকরা, অনুমান পুলিশের। গত ১১ তারিখ খাবারের অর্ডার দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর, দমদমের বাসিন্দা ওই মডেলের মোবাইলে আসে খাবার সরবরাহকারী সংস্থার নামে ফোন। সময়ে খাবার সরবরাহ না করতে পারায় দুঃখপ্রকাশ করে তারা। টাকা ফেরত পেতে এনি ডেস্ক, টিম ভিউয়ার কুইক সাপোর্ট নামে দুটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোডের পরেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৩০ হাজার টাকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram