Cyclone Yaas Update: রাতে আসতে পারে বান, কলকাতার ঘাটে ঘাটে চলছে পুলিশি-প্রচার

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) তাণ্ডবে কলকাতার (Kolkata) বেশিরভাগ অঞ্চল সুরক্ষিত থাকলেও রাতে বান আসার আশঙ্কাকে কেন্দ্র করে ঘাটে ঘাটে চলছে প্রচার। সর্বমঙ্গলা ঘাটে পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে। রাত্রিবেলা বান আসার কথা, তাই গঙ্গার কাছাকাছি কেউ যেন না যান সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে চিৎপুর থানার (Chitpur Police Station) তরফে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram