Cyclone Yaas Update: ভিন রাজ্যে ইয়াস, সাগর এলাকায় ৫ মিটারের বেশি উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা
Continues below advertisement
আজ সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) ওড়িশার একেবারে ভিতরের দিকে চলে যাবে বলে জানা যাচ্ছে। প্রথমে যেমন শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল তা ক্রমে শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল হয়নি, আগামী কয়েক ঘণ্টা সেই সম্ভাবনা নেই। ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় ওড়িশার (Odisha) উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। আজ রাত সাড়ে ৯টা নাগাদ ফের জোয়ার আসতে পারে। সাগর এলাকায় ৫ মিটারের বেশি জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Odisha Jharkhand Sagar Mandarmani Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone Army On Cyclone Yaas Army Preparation On Cyclone Yaas