Fake IAS Update: 'মুখ্যমন্ত্রীর সঙ্গেও দাদার ছবি আছে', দাবি দেবাঞ্জনের দেহরক্ষীর ভাইয়ের
গ্রেফতার ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষী অরবিন্দ বৈদ্য ((Arabinda Baidya)। সোনারপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপালের (Jagdeep Dhankhar) সঙ্গে ধৃত অরবিন্দ বৈদ্যের ছবি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের প্রসঙ্গে দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীর মেজভাই বলেন, “ছবিটা নিয়ে এখন অনেক রকমের রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গেও দাদার ছবি আছে। মাত্র সাড়ে চার মাস দেবাঞ্জন দেবের সঙ্গে দাদা কাজ করেছে। যাচাই করে অভিযোগ করা হোক। প্রথম থেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করে গিয়েছে। প্রথমে স্পোর্টস ম্যান, তারপর বিএসএফে কাজ করে অবসর নিয়ে কাজ খুঁজে বেড়াচ্ছিল। এখন ওকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে।“ এদিকে অরবিন্দ বৈদ্যকে চারদিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্র ও অপরাধে সাহায্যের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। লালবাজারের (Lalbazar) তদন্তকারীদের সন্দেহ, ‘অরবিন্দ বৈদ্য দেবাঞ্জনের বেআইনি কাজের বিষয়ে জানতেন, বেআইনি কাজে অংশও নিতেন তিনি।‘