Debanjan Deb Update: কর্মীদের প্রশিক্ষণ দিতে পুরসভার ভুয়ো নথি দেখিয়ে কম্পিউটার-প্রোজেক্টার কিনেছিলেন দেবাঞ্জন

ভুয়ো আমলা (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) আরও এক কীর্তি সামনে এল। নিজের কর্মীদের প্রশিক্ষণ দেবেন বলে তালতলা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে একাধিক কম্পিউটার এবং একটি অ্যান্ড্রয়েড প্রোজেক্টর কিনেছিলেন দেবাঞ্জন। অন্য সব ভুয়ো কারবারের মতো এই ক্ষেত্রেও ভুয়ো নথি দেখিয়েছিল দেবাঞ্জন। সেই ব্যবসায়ীর ব্যাপক আর্থিক ক্ষতি হয়। কসবা (Kasba) থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যবসায়ী বলেন, ‘আমার কাছ থেকে একাধিক কম্পিউটার, কর্মীদের জন্য বায়োমেট্রিক্স এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রোজেক্টার নিয়েছিল দেবাঞ্জন। পুরসভার নামে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি কসবা থানায় অভিযোগ করেছি। থানা থেকে আমার অভিযোগ গ্রহণ করেছে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola