Organ Donation: পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতালের চিকিত্‍সকের ব্রেন ডেথ, অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

Continues below advertisement

করোনা পরিস্থিতি যখন একের পর এক অমানবিক ঘটনার সাক্ষী হচ্ছে শহর, সেই সময় তারই মাঝে অঙ্গদানের নজির। পূর্ব মেদিনীপুরের সরকারি হাসপাতালের চিকিত্‍সক অমিয়ভূষণ সরকারের ব্রেন ডেথের পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছে পরিবার। ২২ এপ্রিল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এই চিকিত্‍সক। ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে। গতকাল তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিত্‍সকরা। এরপর মৃতের স্ত্রীর ইচ্ছানুযায়ী অঙ্গদান করা হচ্ছে। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কার পর এটাই শহরে প্রথম অঙ্গদান। হাসপাতাল সূত্রে খবর, মৃতের হৃদযন্ত্র পাঠানো হচ্ছে হাওড়ার নারায়ণা হাসপাতালে। একটি কিডনি যাচ্ছে আর এন টেগোর হাসপাতালে। আরেকটি কিডনি পাঠানো হবে আলিপুরের কমান্ড হাসপাতালে। লিভার যাচ্ছে গুরুগ্রামে। এছাড়া তাঁর কর্নিয়া ও ত্বকও সংরক্ষণ করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram