Kolkata: শুরু ডোভার লেন সঙ্গীত সম্মেলন, সঙ্গীত সম্মান পেলেন পণ্ডিত Ajoy Chakrabarty

Continues below advertisement

নিউ নর্মালে শুরু হল কলকাতায় রাগ সঙ্গীতের মহোত্‍সব ডোভার লেন সঙ্গীত সম্মেলন।  এবার সঙ্গীত সম্মেলনের ৬৯ তম বছর। শনিবার দুপুরে নজরুল মঞ্চে সম্মেলনের উদ্বোধন হল।   

অন্যান্য বছর ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলে দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স। এবার করোনা পরিস্থিতির কারণে দিন বদল হয়ে ১৩ ফেব্রুয়ারি সূচনা হল সঙ্গীত মহোত্‍সবের। এবার আর সারারাত ধরে হবে না অনুষ্ঠান। দুপুরে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। 

এবারের সম্মেলন উত্‍সর্গ করা হয়েছে পণ্ডিত যশরাজের স্মৃতির উদ্দেশে। এদিন অনুষ্ঠানমঞ্চে সঙ্গীত সম্মান তুলে দেওয়া হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর হাতে।

দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পাশাপাশি, নবীন শিল্পীদেরও প্রতিষ্ঠার সুযোগ করে দেয় এই সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছেন উস্তাদ রাশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, আমান আলি, সতীশ ব্যাস, ওমকার দাদারকারের মতো বিশিষ্ট শিল্পীরা। সঙ্গীত সম্মেলন চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram