Durga Puja 2021: মণ্ডপে মণ্ডপে ফুটে উঠেছে নানাবিধ বিষয়-ভাবনা, সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'-র শিরোপা | Bangla News
পুজো মানে সারা বছরের একঘেয়েমি থেকে মুক্তির আনন্দ। করোনা আবহে সেই আনন্দ কিছুটা ফিকে হলেও ভাবনার অভিনবত্বে খামতি নেই। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল শারদ আনন্দ সম্মান।
বিষয় ভাবনাকে কুর্নিশ জানাতে সেরা পুজোগুলিকে দেওয়া হল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান।
৮৭ তম বর্ষে এবার মুদিয়ালির ভাবনা, পুজোর জন্য পুজো। সৃজনে সেরা পুজোর শারদ আনন্দ সম্মান পেল মুদিয়ালি ক্লাব।
৭৪ বছর ধরে একইরকম সাবেকি সাজে মা। নজরকাড়া ঝাড়লণ্ঠন। আর চোখ ধাঁধানো আলোকসজ্জা। জলাশয়ে প্রতিফলিত হাজার আলোর ঝলকানি। আলোকসজ্জায় সেরার স্বীকৃতি ছিনিয়ে নিল কলেজ স্কোয়ার।
দেশভাগের কথা মনে পড়লেই আজও ঝাপসা হয় চোখ। সেই দেশভাগের যন্ত্রণার ছবিই ফুটে উঠেছে নাকতলা উদয়ন সঙ্ঘের ৩৬ তম বর্ষের পুজো মণ্ডপে। এবার তাঁদের ভাবনা চলচিত্র। এই পুজোই এবার এবিপি আনন্দর চোখে অনুভবে সেরা।
কাল্পনিক মন্দিরের আদলে সেজেছে এবার চেতলা অগ্রণীর মণ্ডপ। স্থাপত্য ভাবনায় সেরার শিরোপা এবার তাঁদের দখলে।