Durga Puja 2021: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দের 'শারদ আনন্দ সম্মান' | Bangla News

Continues below advertisement

করোনা (Corona) আবহেও মণ্ডপে থিমের চমক। অভিনব বিষয় ভাবনার লড়াই। সেই লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান।
থিমের অভিনবত্ব দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা! আর তাতেই চমকে দিল কলকাতার একাধিক পুজো কমিটি। এবিপি আনন্দর শারদ সম্মান পেল শহরের বিভিন্ন পুজো।
৭৫ তম বর্ষে ত্রিধারা সম্মিলনীর থিম-একুশে উৎসব নয়, শুধুই পুজো। বাস্তবতায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো।
লেকটাউনের ব্যস্ত রাস্তা থেকে উঁকি দিচ্ছে এক টুকরো দুবাই। কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর মণ্ডপ বুর্জ খালিফার আদলে। মা সেজেছেন ৪৫ কেজি সোনার গয়নায়। নির্মাণ ভাবনায় এবারের সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল শ্রীভূমি স্পোর্টিং। 
৭৫ তম বর্ষে লোকসংস্কৃতি ভাবনায় শারদ আনন্দ সম্মান পেল ২১ পল্লি। বাংলার নিজস্ব মাটির পুতুলের শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপজুড়ে।
৯৬ বছরে টালা পার্ক প্রত্যয়ের বিষয় ভাবনা - নির্বাধ। অর্থাত্‍ বাধাহীন। সমসাময়িকতায় সেরার শারদ সম্মানের শিরোপা এবার তাদের মাথায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram