Durga Puja Special : সাংবাদিকতার ছাত্রী, শিকড় কুমোরটুলি, কতিপয় মহিলা শিল্পীদের মাঝে অনন্যা সুস্মিতা
তখন তিনি ক্লাস টেনের পড়ুয়া। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। হঠাত্ মাথায় আকাশ ভেঙে পড়ল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন বাবা। অথচ সামনেই পুজো। কুমোরটুলির (Kolkata Kumortuli ) বিখ্যাত শিল্পীর দুর্গাপ্রতিমায় চোখ আঁকবেন কে? লোক পাওয়া যায় না .... যায় না ... এমন মুহূর্তে পরিবারের বড়রাই তুলি ধরিয়ে দিলেন ১৫ বছরের মেয়ের হাতে। আগেও আসতেন ওয়ার্কশপে। বাবার চোখের সামনে গড়তেন ছোট ছোট মূর্তি, ঠাকুরের বাহন। কিন্তু মা দুর্গার চোখ আঁকবেন ভাবেননি কখনও। কিন্তু পরিস্থিতিতে পড়ে মই বেয়ে তরতর করে উঠলেন তিনি। হাত শক্ত করে আঁকলেন সাবেকি মূর্তিতে ত্রিনয়ন। সেই প্রথম মায়ের মূর্তিতে চক্ষুদান করলেন কুমোরটুলির কন্যা সুস্মিতা রুদ্র পাল (Susmita Rudra Paul)। অধুনা তিনি সুস্মিতা রুদ্র পাল মিত্র। মাঝ তিরিশে এসে সাবেকি মূর্তি থেকে থিমের প্রতিমা সবেতেই অনায়াস তাঁর তুলির চলন। কলকাতার কুমোরটুলির গুটিকয় মহিলা শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। এবিপি লাইভের সামনে বললেন তাঁর শিল্পী-জীবনের গল্প।