Durga Puja 2021: সর্বজনীন দুর্গাপুজোয় পুরোহিতের ভূমিকায় নন্দিনী ভৌমিক, কতটা কঠিন সেই পথ ? সমাজ কি বদলেছে ?

Continues below advertisement

‘মায়ের হাতে মায়ের আবাহন।’ এই ভাবনায় ভর করেই এবার শারদ-উত্‍সবের আয়োজন করতে চলেছে, কলকাতার ৬৬ পল্লি। এতদিন মহিলারা দুর্গা পুজোয় ভোগ রান্না করেছেন। আয়োজন করেছেন। নান্দনিক ভাবনা ভেবেছেন। কিন্তু পুরোহিত আসনে বসে দেবী বোধন থেকে বিসর্জন অবধি  করতে দেখা যায়নি। কলকাতা বরাবরই ট্রেন্ডসেটার। বাংলা বরাবরই ভাবনাচিন্তায় প্রগতিশীল। তাই এবার মায়ের বন্দনা মহিলা পুরোহিতদের ভেবেছে তারা।  বিগত কয়েক বছর ধরেই, বিয়ে, গৃহপ্রবেশের মতো অনুষ্ঠানে পৌরহিত্য করছেন নন্দিনী ভৌমিক ও তাঁর দল 'শুভম অস্তু' অর্থাত্ সেমন্তী, রুমা, পৌলমীরা।  
ইতিমধ্যেই, পুরোহিত দর্পণ, দেবী পুরাণ, বৃহত্‍ নান্দিকেশ্বর পুরাণ, কালিকাপুরাণ ঘেঁটে ফেলেছেন তাঁরা। পুজোয় মন্ত্রোচ্চারণের সঙ্গে যুক্ত হবে সঙ্গীতের সুর। চলছে তারও প্রস্তুতি। কেমন হবে সেই পুজো - নন্দিনী জানালেন, শাস্ত্রবিধি সম্পূর্ণ মেনেই হবে মহামায়ার আবাহন। সেই সঙ্গে গানে গানে গমগম করবে মণ্ডপ। কেমন ছিল সেই জার্নি। এবিপি লাইভের সঙ্গে কথোপকথনে উঠে এল সেই অভিজ্ঞতার কথা।  কী বলছেন তিনি, কতটা কঠিন সেই পথ ? সমাজ কি বদলেছে ? সত্যিই কি রজঃস্বলা অবস্থায় তিনি পুজো করেন ?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram