Durga Puja 2021: অনেক বাধা পেরিয়ে কুমোরটুলির বিখ্যাত প্রতিমাশিল্পী হয়ে ওঠার কাহিনি বললেন মালা পাল

Continues below advertisement

সময়টা ৮০র দশক। কুমোরটুলিতে বাইরে থেকে আসা শ্রমিকদের সঙ্গে ঘরের মেয়েরা কাজ করবে, একথা ছিল কষ্ট কল্পনা ! কিন্তু সব বাধা ভেঙে দিলেন মালা পাল ! ছোট্ট মেয়েটা যখন বাবার কাজের জায়গায় ছুটে এসে ছোট ছোট মূর্ত গড়ত, বাবা বলতেন ... যা ঘরে যা ... মেয়েরা বাইরের লোকের সামনে কাজ করে না। কিন্তু উত্সাহ ছিল দাদার। তিনি আজও আছেন, মালার পাশে। ৮০ র দশকে কলকাতার কুমোরটুলির মেয়ের দিল্লি-যাত্রা। শিক্ষা, পুরস্কার। আজ  জাতীয়স্তরের পুরস্কারও তাঁর ঝুলিতে। এই লম্বা পথে যেমন আছে বাধা, আবার প্রতিটি মাইলস্টোন ছোঁয়ার অপার্থিব সুখও। এই পেশা তাঁকে শিখিয়েছে, সবার উপরে কাজই সত্য, তাহার উপরে নাই। এবিপি লাইভের সঙ্গে একান্ত কথোপকথনে প্রতিমাশিল্পী মালা পাল।  #DurgaPuja #DurgaPuja2021

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram