Durga Puja 2021: শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে প্রবেশ বন্ধ, 'মানুষের কথা ভেবই সিদ্ধান্ত' বললেন সুজিত বসু| Bangla News

Continues below advertisement

নবমীতে দূর থেকেই শ্রীভূমিক মণ্ডপ দর্শন। লাগামছাড়া ভিড় ও আলো বিতর্কের জের। শ্রীভূমিপ পুজোয় দর্শকদের 'নো-এন্ট্রি'। শ্রীভূমির পুজোয় দর্শকদের 'নো-এন্ট্রি'। শুধুমাত্র স্থানীয়দের প্রবেশে অনুমতি। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত স্থানীয়দের। রীতি মেনে শ্রীভূমিতে চলবে পুজো। অনলাইনে শ্রীভূমির পুজো দেখানোর ব্যবস্থা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর ৪৯ তম বর্ষ। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ। 

এই নিয়ে সভাপতি তথা পুজোর অন্যতম উদ্য়োক্তা ও রাজ্য়ের দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, "পরিস্থিতি অনুযায়ী সবকিছুই ভাবনা চিন্তা করতে হয়। আমরা মানুষের জীবনকে আগে গুরুত্ব দিয়েছি। সবার কাছে দুঃখপ্রকাশ করছি। আমায় ক্ষমা করবেন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram