Durga puja 2021: দর্শকদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপ দর্শন । Bangla News

Continues below advertisement

ভিড়-আলো বিতর্কের জের, দর্শকদের জন্য এবারের মত বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপ দর্শন। বিধাননগরের পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয় মণ্ডপে ঢোকার সমস্ত গেট। ভিড় ও আলো নিয়ে বিতর্কের জেরে এর আগে নবান্ন থেকে মুখ্যসচিব ও পুলিশকর্তাদের পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নিলেও তাতে কাজ হয়নি। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ পুলিশের অনুরোধে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ করে দেন পুজো শ্রীভূমির উদ্যোক্তারা। এরপরও ভিড় বাড়তে থাকায় বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দর্শকদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়। রাতে শ্রীভূমির মণ্ডপ পরিদর্শনে যান এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram