EB Market Raid: তেলের দাম, চাহিদা বাড়ার ফলেই বাজার আগুন, মনে করেন DC EB

Continues below advertisement

মূল্যবৃদ্ধি ঠেকাতে তৎপর রাজ্য প্রশাসন। কলকাতার বিভিন্ন বাজারে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (EB) অভিযান। এদিন শ্যামবাজার-সহ বিভিন্ন এলাকায় বাজার পরিদর্শন করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি বিদিশা কলিতা। খাদ্যসামগ্রীর গুণমান যাচাইয়ের পাশাপাশি খতিয়ে দেখা হয় বিক্রয় মূল্য। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসিইবি বিদিশা কলিতা বলেন, ‘মূলত সবজি ও ডিমের দাম একটু বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সাপ্লাইয়ের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে এই দাম বাড়ছে। অতিরিক্ত বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার মতো কারণও রয়েছে। এখন আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। আশা করি দাম এবার একটু কমবে। আমাদের তরফে প্রতিনিয়ত সার্ভে করা হয়। আমরা নজর রাখি যাতে বেআইনি কাজ বাজারগুলিতে না হয়।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram