Bus Service: ' আগে বাস নামান, তারপর ভাড়া বৃদ্ধির বিষয়টি দেখা হবে ' , প্রস্তাব রাজ্যের

Continues below advertisement

আগে রাস্তায় বাস (Bus Service) নামান। তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা হবে। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে প্রস্তাব দিল রাজ্য সরকার (State Government)। তবে এরপরও সংগঠনগুলি বাস নামাতে রাজি না হলে ভবিষ্যতে বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার। আলোচনায় এমন ইঙ্গিতও দিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কার্যত লকডাউনে দেড় মাস বন্ধ ছিল গণ পরিবহণ! পয়লা জুলাই থেকে পথে বাস নামানোর অনুমতি মিললেও, রাস্তায় তার দেখা মিলছে নিতান্তই কম! ফলে কাজে বেরিয়ে প্রবল ভোগান্তির মুখে পড়ছেন নিত্যযাত্রীরা! 
অন্যদিকে, পেট্রোল, সেঞ্চুরি হাঁকানোর পর বেসরকারি বাস মালিকরাও বিপাকে। তাঁদের দাবি, ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালিয়ে, খরচ কুলিয়ে উঠতে পারা যাচ্ছে না! ফলে বেসরকারি বহু বাস এখনও রুটে নামেনি! এই সঙ্কটমুক্তির উপায় খুঁজতে সোমবার ময়দানের পরিবহণ দফতরের তাঁবুতে আলোচনায় বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও একটি বাস মালিক সংগঠন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram