EM Bypass: বিতর্কের জের! রাস্তায় পড়ে থাকা নথি সংগ্রহ আর এন টেগোর হাসপাতালের| Bangla News
এবিপি আনন্দের খবরের জের। ইএম বাইপাসে পড়ে থাকা চিকিত্সা সংক্রান্ত নথি সংগ্রহ করল আর এন টেগোর হাসপাতাল। হাসপাতালের সুপারের নেতৃত্বে চলল নথি সংগ্রহের কাজ। শুক্রবার সকালে ইএম বাইপাসের অভিষিক্তা মোড় থেকে রুবি হাসপাতাল মোড়, গোটা এলাকাজুড়ে চিকিত্সা সংক্রান্ত হাজার হাজার নথি উড়তে দেখা যায়। সব নথিই আর এন টেগোর হাসপাতালের। বাইপাসে এমন ঘটনায় রীতিমতো ভিড় জমে যায়। গাড়ি দাঁড় করিয়ে অনেককে নথি পড়তেও দেখা যায়। নথি নিয়ে আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের পরস্পরবিরোধী মন্তব্য সামনে এসেছে। হাসপাতালের সিইও-র দাবি, কলকাতা পুরসভার গাড়িতে তুলে দেওয়া হয় ওষুধ সংক্রান্ত বাতিল নথি। সেই নথি গাড়ি থেকে পড়ে যাওয়াতেই এই বিপত্তি। যদিও হাসপাতালের সুপার জানান, চিকিত্সা সংক্রান্ত কোনও নথি বাইরে আসার কথা নয়। এই নিয়ে অভ্যন্তরীণ তদন্ত হবে। পরিস্থিতি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।